এই সংবাদ বিজ্ঞঃপ্তির মাধ্যমে জানান যাচ্ছে যে, সম্প্রতি “বিডিসংবাদ” নামে একটি অনলাইন পত্রিকায় প্রকাশিত ” জর্জিয়া বিএনপির নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা” সংবাদের প্রতি বিএনপি জর্জিয়া কমিটির দৃষ্টি আকৃষ্ট হয়েছে।
সবার অবগতির জন্য জানান যাচ্ছে যে, বিএনপি জর্জিয়ার কোন নতুন কমিটি গঠন করা হয় নাই। জর্জিয়ার একটি স্বার্থান্বেষী মহল, যাহারা ৫ইআগষ্ট ২০২৪, গণবিপ্লবের আগে বিএনপির কর্মকান্ডে সম্পৃক্ত হতে অনাগ্রহী ছিল, বর্তমানে তারা অশুভহীন স্বার্থ হাসিল করার উদ্দেশ্যে এবং বিএনপির নেতাকর্মিদের মধ্যে ভাঙন সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছে।
বিএনপি জর্জিয়া অনুসন্ধান সাপেক্ষে এই হীন চক্রান্তে জড়িতদের বিরুদ্ধে অচিরেই ব্যবস্হা গ্রহন করবে।
বিএনপি জর্জিয়া পরিবারের সকলকে উক্ত চক্রান্তকারিদের ফাদে না পড়ার অনুরোধ জানানো হলো । উল্লেখ্য যে, ৫ই আগষ্টের গণবিপ্লবের পর দেশে ও বিদেশে বিএনপির সুনাম ক্ষুন্ন করার জন্য দলের ভিতরে পতিত সরকারের প্রতি সহানুভূতিশীলরা বিভিন্ন বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টায় লিপ্ত যার প্রেক্ষিতে বহু নেতাকর্মি বহিষ্কৃত হয়েছে এবং দলীয় নিয়মশৃঙ্খলা বজায় রাখার জন্য এই প্রক্রিয়া চলমান থাকবে।
বিএনপি জর্জিয়ার সকল নেতা, কর্মি ও সমর্থকদের প্রতি আহবান জানাচ্ছি যে, দলে বিশৃঙ্খলা সৃষ্টিকারিদের বিষয়ে আপনারা সতর্ক থাকবেন।অনুপ্রবেশের চেষ্টা ও দলে বিশৃঙ্খলা সৃষ্টিকারিদের প্রতিহত করা এবং দলের শৃঙ্খলা বজায় রাখা ও দলকে সুসংগঠিত রাখা আমাদের কর্তব্য। সবার মঙ্গল কামনা করছি।