অস্টেলিয়া ০১:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
চলচ্চিত্র নির্মাণে আবুল হোসেন মজুমদার মালদ্বীপে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেকআপের উচ্চতর প্রশিক্ষণে নেপালে মেহজাবিন সাবা শুরু হলো গুলশানে ৩ দিন ব্যাপী প্রিমিয়াম হোল্ডিং এর পিঠা উৎসব ও একক আবাসন মেলা অস্ট্রেলিয়ায় নানা আয়োজনে কথাসাহিত্যিক রাবেয়া খাতুন স্মরণ বেগম খালেদা জিয়া আর নেই সিডনিতে বিওয়াইএসসিএ এর উদ্যোগে প্রবাস থেকে প্রথম ভোটের নিবন্ধন ও নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত প্রবাসি সাংবাদিকদের তীব্র প্রতিবাদ | প্রথম আলো–ডেইলি স্টারে হামলা, অগ্নিসংযোগ এর বিরুদ্ধে সোচ্চার অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ- মালদ্বীপের শিক্ষা সহযোগিতা মেডিকেল শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপ ও সরকারি আসন বরাদ্দ ঘোষণা নেপাল বাংলাদেশ ফ্রেন্ডশীপ ইউনিটির কমিটি ইয়াসিন খান সভাপতি, মিজানুর রহমান নির্বাহী সভাপতি, সালাম মাহমুদ সাধারণ সম্পাদক

কলম্বাস ওহাইওতে ভ্রাম্যমাণ দূতাবাস সেবা সন্তুষ্ট প্রবাসী বাংলাদেশীরা

  • Reporter Name
  • Update Time : ০৩:০০:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • ১৫৪ Time View

কলম্বাস ওহাইও থেকে মনিরুল ইসলাম মনি: বিদেশে বাংলাদেশ দূতাবাস গুলির বিরুদ্ধে অভিযোগের কোন কমতি নেই, সেটা পৃথিবীর যেকোনো দেশে, বিশেষ করে সেবা গ্রহণকারী প্রবাসী বাংলাদেশীদের সাথে দূতাবাস কর্মকর্তাদের অসদাচরণ যেন একটি নিত্যনৈমিত্তিক বিষয় I কিন্তু এ বিষয়টি বা অভিযোগটি একেবারেই ভুল প্রমাণিত করল বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটন ডিসির একটি ভ্রাম্যমান কনসুলেট সেবা প্রদানকারী টিম I সম্প্রতি দূতাবাস কর্মকর্তাদের ব্যবহারে ও কনসুলেট সেবার মান নিয়ে খুবই সন্তুষ্ট ওহাইওতে বসবাসকারী বাংলাদেশিরা, তাদের ভাষায় সরকারি কর্মকর্তারা এরকম ভালো আচরণ করতে পারে এটা মোটেই বিশ্বাসযোগ্য নয়, এ ধরনের সরকারি কর্মকর্তাদের পৃথিবীর অন্যান্য দেশের বাংলাদেশ দূতাবাসগুলোতে দেখতে চান বলে মন্তব্য করেনI স্থানীয়রা মনে করেন এইরকম টিম অন্যান্য দূতাবাসে দরকার সঠিক এবং সময়োপযোগী ভাবে সকল দূতাবাস কর্মকর্তাদের প্রশিক্ষণের জন্য।

গত ৬ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের কলম্বাস সিটিতে একদিনের ভ্রাম্যমান কনস্যুলেট সেবা প্রদান করেন বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটন ডিসিI দূতাবাসের মিনিস্টার (কন্সুলার ) জনাব মাহবুবুর রহমানের নেতৃত্বে ১০ সদস্যের এই টিমে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব ফজলে রাব্বি মিনিস্টার (ইকোনোমিক) জনাব আরিফুর রহমান মিনিস্টার (কমার্স) ফার্স্ট সেক্রেটারি আব্দুল হাই মিল্টন এবং মইন উদ্দিন কমার্স কনসোলার I
সকাল ৯:৩০ থেকে শুরু করে সন্ধ্যা সাতটা পর্যন্ত দূতাবাস কর্মকর্তারা পাসপোর্ট এবং ভিসা সংক্রান্ত সেবা প্রদান করেন , এর মধ্যে রয়েছে নো ভিসা রিকোয়ার্ড এনভিআর, ই পাসপোর্ট ,এবং পাওয়ার অফ অ্যাটর্নি I দিনব্যাপী প্রায় দুইশত বাংলাদেশীদের সেবা প্রদান করেন দূতাবাস কর্তৃপক্ষI দূতাবাস কর্তৃপক্ষের সেবার মান নিয়ে খুবই সন্তুষ্ট সেবা গ্রহণকারী প্রবাসী বাংলাদেশীরা I ওহাইওর কলম্বাস ও এর আশেপাশের শহরগুলো থেকে ডেটন, সিনসিনাটি ,টেলিডো, ক্লিভল্যান্ড থেকে বাংলাদেশের সেবা গ্রহণ করতে আসেন Iএমনকি আশেপাশের স্টেট পেনসিলভেনিয়া, মিশিগান এবং শিকাগো থেকেও কেউ কেউ এসেছেন সেবা গ্রহণের জন্যI
বাংলাদেশ এসোসিয়েশন অফ সেন্ট্রাল ওহাইও বাকো র ব্যবস্থাপনা ও সহযোগিতায় এই কনসুলেট সার্ভিস সম্পর্কে জনাব মাহবুবুর রহমান বলেন ও হাইওতে কনসুলেট সেবা দিতে এসে আমাদের মনে হচ্ছে এখানে একটা ঈদ ঈদ ভাব বিরাজ করছে এবং আমরা নিজেরাও এই আনন্দের সাথে সামিল হয়ে স্থানীয় বাংলাদেশিদের সেবা দিতে পারছি বলে আমরা অত্যন্ত আনন্দিত I এবং আমি আশা প্রকাশ করছি কলম্বাসে এই সেবা দান প্রক্রিয়া অব্যাহত থাকবে I ওয়াইতে বসবাসকারী বাংলাদেশীদের আতিথিয়তায় আমরা মুগ্ধI বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সেন্ট্রাল বাকোর সভাপতি ফয়সাল আরাফাত বলেন কমিউনিটির সেবা বা কাজ করা অংশ হিসেবে আমরা এই দূতাবাস সেবা সার্ভিসকে সহযোগিতা করছি এবং ভবিষ্যতেও বাকো এই ধরনের সেবা প্রধানের কাজ অব্যাহত রাখবে I ফয়সাল বাকোর সম্মানিত সকল সদস্য সেবা গ্রহীতা এবং দূতাবাস কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেনI

Tag :
About Author Information

চলচ্চিত্র নির্মাণে আবুল হোসেন মজুমদার

কলম্বাস ওহাইওতে ভ্রাম্যমাণ দূতাবাস সেবা সন্তুষ্ট প্রবাসী বাংলাদেশীরা

Update Time : ০৩:০০:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

কলম্বাস ওহাইও থেকে মনিরুল ইসলাম মনি: বিদেশে বাংলাদেশ দূতাবাস গুলির বিরুদ্ধে অভিযোগের কোন কমতি নেই, সেটা পৃথিবীর যেকোনো দেশে, বিশেষ করে সেবা গ্রহণকারী প্রবাসী বাংলাদেশীদের সাথে দূতাবাস কর্মকর্তাদের অসদাচরণ যেন একটি নিত্যনৈমিত্তিক বিষয় I কিন্তু এ বিষয়টি বা অভিযোগটি একেবারেই ভুল প্রমাণিত করল বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটন ডিসির একটি ভ্রাম্যমান কনসুলেট সেবা প্রদানকারী টিম I সম্প্রতি দূতাবাস কর্মকর্তাদের ব্যবহারে ও কনসুলেট সেবার মান নিয়ে খুবই সন্তুষ্ট ওহাইওতে বসবাসকারী বাংলাদেশিরা, তাদের ভাষায় সরকারি কর্মকর্তারা এরকম ভালো আচরণ করতে পারে এটা মোটেই বিশ্বাসযোগ্য নয়, এ ধরনের সরকারি কর্মকর্তাদের পৃথিবীর অন্যান্য দেশের বাংলাদেশ দূতাবাসগুলোতে দেখতে চান বলে মন্তব্য করেনI স্থানীয়রা মনে করেন এইরকম টিম অন্যান্য দূতাবাসে দরকার সঠিক এবং সময়োপযোগী ভাবে সকল দূতাবাস কর্মকর্তাদের প্রশিক্ষণের জন্য।

গত ৬ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের কলম্বাস সিটিতে একদিনের ভ্রাম্যমান কনস্যুলেট সেবা প্রদান করেন বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটন ডিসিI দূতাবাসের মিনিস্টার (কন্সুলার ) জনাব মাহবুবুর রহমানের নেতৃত্বে ১০ সদস্যের এই টিমে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব ফজলে রাব্বি মিনিস্টার (ইকোনোমিক) জনাব আরিফুর রহমান মিনিস্টার (কমার্স) ফার্স্ট সেক্রেটারি আব্দুল হাই মিল্টন এবং মইন উদ্দিন কমার্স কনসোলার I
সকাল ৯:৩০ থেকে শুরু করে সন্ধ্যা সাতটা পর্যন্ত দূতাবাস কর্মকর্তারা পাসপোর্ট এবং ভিসা সংক্রান্ত সেবা প্রদান করেন , এর মধ্যে রয়েছে নো ভিসা রিকোয়ার্ড এনভিআর, ই পাসপোর্ট ,এবং পাওয়ার অফ অ্যাটর্নি I দিনব্যাপী প্রায় দুইশত বাংলাদেশীদের সেবা প্রদান করেন দূতাবাস কর্তৃপক্ষI দূতাবাস কর্তৃপক্ষের সেবার মান নিয়ে খুবই সন্তুষ্ট সেবা গ্রহণকারী প্রবাসী বাংলাদেশীরা I ওহাইওর কলম্বাস ও এর আশেপাশের শহরগুলো থেকে ডেটন, সিনসিনাটি ,টেলিডো, ক্লিভল্যান্ড থেকে বাংলাদেশের সেবা গ্রহণ করতে আসেন Iএমনকি আশেপাশের স্টেট পেনসিলভেনিয়া, মিশিগান এবং শিকাগো থেকেও কেউ কেউ এসেছেন সেবা গ্রহণের জন্যI
বাংলাদেশ এসোসিয়েশন অফ সেন্ট্রাল ওহাইও বাকো র ব্যবস্থাপনা ও সহযোগিতায় এই কনসুলেট সার্ভিস সম্পর্কে জনাব মাহবুবুর রহমান বলেন ও হাইওতে কনসুলেট সেবা দিতে এসে আমাদের মনে হচ্ছে এখানে একটা ঈদ ঈদ ভাব বিরাজ করছে এবং আমরা নিজেরাও এই আনন্দের সাথে সামিল হয়ে স্থানীয় বাংলাদেশিদের সেবা দিতে পারছি বলে আমরা অত্যন্ত আনন্দিত I এবং আমি আশা প্রকাশ করছি কলম্বাসে এই সেবা দান প্রক্রিয়া অব্যাহত থাকবে I ওয়াইতে বসবাসকারী বাংলাদেশীদের আতিথিয়তায় আমরা মুগ্ধI বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সেন্ট্রাল বাকোর সভাপতি ফয়সাল আরাফাত বলেন কমিউনিটির সেবা বা কাজ করা অংশ হিসেবে আমরা এই দূতাবাস সেবা সার্ভিসকে সহযোগিতা করছি এবং ভবিষ্যতেও বাকো এই ধরনের সেবা প্রধানের কাজ অব্যাহত রাখবে I ফয়সাল বাকোর সম্মানিত সকল সদস্য সেবা গ্রহীতা এবং দূতাবাস কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেনI