সালাম মাহমুদ : ইমপ্রেস টেলিফিল্ম-এর প্রযোজনায় মোসাঃ আয়শা সিদ্দিকার পরিচালনায় আসছে এক হৃদয়ছোঁয়া রোমান্টিক ও পারিবারিক গল্প ‘মন যে বোঝে না’। বহুল প্রতীক্ষিত এই চলচ্চিত্রটি ৭ নভেম্বর ২০২৫ তারিখে মুক্তি পেতে চলেছে।
চলচ্চিত্রটিতে দুর্দান্ত অভিনয় করেছেন তমা মির্জা, আরিফিন শুভ, তারিক আনাম খান, মনিরা মিঠু, হাসান মাসুদ, রেহানা জনি, কাবিলা (হুমায়ুন কবির)।
দেশের অন্যতম শীর্ষ প্রযোজনা সংস্থা ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড-এর ব্যানারে চলচ্চিত্রটি নির্মাণ করেছেন গুণী নির্মাতা মোসাঃ আয়শা সিদ্দিকা। প্রযোজক ফরিদুর রেজা সাগর। এটি একটি নিটোল পারিবারিক আবহের সাথে এক গভীর রোমান্টিক অনুভূতির মিশ্রণে তৈরি কাহিনী।
দর্শকদের জন্য একটি আবেগপূর্ণ, পারিবারিক বন্ধন এবং হৃদয়ের কথা বলা এই গল্পটি হতে যাচ্ছে এই বছরের অন্যতম আকর্ষণীয় চলচ্চিত্র। ‘মন যে বোঝে না’ – এই নামের মাঝেই লুকিয়ে আছে গভীর এক অনুভূতি, যা দর্শকদের মন ছুঁয়ে যাবে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড গত ১০ অক্টোবর ২০২৫ তারিখে ছাড়পত্র দিয়েছে। আরও বিস্তারিত খবর এবং ট্রেলার প্রকাশের জন্য চোখ রাখুন!
ব্রেকিং নিউজ :
আয়শা সিদ্দিকা পরিচালিত ইমপ্রেস টেলিফিল্ম এর চলচ্চিত্র ‘মন যে বোঝে না’ ৭ নভেম্বর মুক্তি পাচ্ছে
-
Reporter Name - Update Time : ০৮:৫৮:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
- ১৩৬ Time View
Tag :
জনপ্রিয় সংবাদ












