বিশিষ্ট গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক কাজী ফারুক বাবুল এর কথা, সুর ও সংগীত পরিচালনায় ঢাকার মিরপুর কেএফবি রেকর্ডিং স্টুডিওতে ৪ জুন জনপ্রিয় সংগীত শিল্পী আরমিন জামান নিশুর কন্ঠে একটি গান রেকর্ডিং করা হয়।কাজী ফারুক বাবুল বলেন আরমিন জামান নিশু একজন গুনী শিল্পী, অসাধারণ গেয়েছেন আমার সুর ও সংগীতে।বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের নিয়মিত শিল্পী আরমিন জামান নিশু আগামীতে অনেক ভালো করবে বলে আমার বিশ্বাস।গত ৩০ মে হোটেল সোনারগাঁওয়ে একুশে পদকে ভূষিত নজরুল সংগীত শিল্পী ফেরদৌস আরার সাথে যেভাবে দ্বৈত কন্ঠে আরমিন নিশু গান করলেন তা দেখে সবাই মুগ্ধ ও বিস্মিত হয়েছেন।
আরমিন জামান নিশু চ্যানেল আই ক্ষুদে গানরাজ প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম সংগীতাঙ্গনে আলোড়ন সৃষ্টি করেন।এরপর বাংলাদেশ টেলিভিশনের বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিত সঙ্গীত পরিবেশন করেন।সংগীতে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ গত ৩০ মে ঢাকার হোটেল প্যান প্যাসিফিক সোনার গাঁও পদ্মা হলে এশিয়ান জার্নালিস্ট হিউম্যান রাইটস এন্ড কালচারাল ফাউন্ডেশন এজাহিকাফ ও গ্লোবাল মিডিয়া ফোরাম আয়োজিত অনুষ্ঠানে আরমিন নিশুকে গ্লোবাল মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৫ এ ভূষিত করা হয়।
বাংলাদেশ এসোসিয়েশন অব ব্যাংকার্স এর সভাপতি আবদুল হাই সরকার,সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ড. সুকোমল বড়ুয়া,সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পার্সোনাল ফটোগ্রাফার,এনটিভির পরিচালক আলহাজ্ব মোঃ নুরুদ্দিন আহমেদ ও একুশে পদকে ভূষিত নজরুল সংগীত শিল্পী ফেরদৌস আরা তার হাতে অ্যাওয়ার্ড তুলে দেন। সম্প্রতি বাংলাদেশ টেলিভিশন এর ফিলার সং ” আমরা পৃথিবীর শান্তি চাই ” গানে কন্ঠ দিয়েছেন আরমিন জামান নিশু।