মেহনাজ খান, বাংলাদেশ থেকে: বাংলাদেশ ই-কমার্স অ্যাসোসিয়েশন (ই-ক্যাব) এর ২০২৫-২৭ সালের নির্বাচন সামনে রেখে আয়োজিত হলো এক বিশেষ “ভোটার ও প্রার্থী মিট অ্যান্ড গ্রীট” অনুষ্ঠান । আসন্ন নির্বাচনের প্রস্তুতি ও পরিকল্পনা নিয়ে আলোচনার জন্য এই আয়োজনে প্রার্থীরা তুলে ধরেন তাদের ভবিষ্যৎ পরিকল্পনা এবং দৃষ্টিভঙ্গি।
ই-ক্যাব নির্বাচন ২০২৫-২৭ এর সকল ভোটার ও প্রার্থীদের সাথে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. সাঈদ আলী (উপ-সচিব,প্রশাসক, ই-ক্যাব কেন্দ্রীয় ডিজিটাল কমার্স সেল বাণিজ্য মন্ত্রণালয়, বাংলাদেশ সরকার)।

এই আয়োজনের মূল লক্ষ্য হলো সদস্যদের মধ্যে স্বচ্ছতা, অংশগ্রহণ এবং গণতান্ত্রিক চর্চা নিশ্চিত করা। প্রার্থীরা তাদের কর্মপরিকল্পনা উপস্থাপন করেন এবং সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

ই-ক্যাবের আসন্ন নির্বাচনকে ঘিরে ইতোমধ্যেই সদস্য ও উদ্যোক্তাদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। দেশের ই-কমার্স খাতের নীতিনির্ধারণী ও সংগঠনগত উন্নয়নে ই-ক্যাব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
আয়োজকরা জানান, অংশগ্রহণকারীদের জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং অনুষ্ঠানে উপস্থিত ই-ক্যাব সদস্যরা এই আয়োজনকে স্বাগত জানিয়েছেন।
Reporter Name 












