অস্টেলিয়া ১১:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
হামদর্দ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় একাডেমিক ভবন নির্মাণের আনুষ্ঠানিক কাজ শুরু ক্যালিফোর্নিয়া বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন টাঙ্গাইলের এলেঙ্গায় গোপীনাথ মজুমদার স্মৃতি সম্মাননা প্রদান দিয়া আহসান পেলেন বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২৫ যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের প্রথম মুসলিম নারী বিচারক হিসেবে নির্বাচিত হলেন বাংলাদেশী আমেরিকান আজমেরী হক লিন্ডা বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে উচ্চশিক্ষা ও দক্ষতা উন্নয়নে নতুন সহযোগিতার অঙ্গীকার অস্ট্রেলিয়ার ইতিহাসে এক অনন্য মাইলফলক — প্রথমবারের মতো কোনো সংসদ সদস্যের অফিসে উদ্বোধন হলো একটি স্ট্রিট লাইব্রেরি সিডনিতে প্রবাসী সাংবাদিকতায় অবদানে সম্মাননা পেলেন নাইম আবদুল্লাহ অভিমানের খেয়া- উম্মে কুলসুম (ঝুমু) বাংলাদেশ হাইকমিশন, মালদ্বীপ কর্তৃক জাতীয় পরিচয়পত্র নিবন্ধন কার্যক্রম উপলক্ষে মতবিনিময় সভা

বিদায়ী ভাষণে যা বললেন বাইডেন

  • Reporter Name
  • Update Time : ০১:৫৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫
  • ১১০ Time View

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জাতির উদ্দেশ্যে বিদায়ী ভাষণ দিয়েছেন। বুধবার (১৫ জানুয়ারি) হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে দেওয়া এই ভাষণে তিনি ডোনাল্ড ট্রাম্পের অধীনে একটি ‘বিপজ্জনক গোষ্ঠী’ গড়ে ওঠার কথা বলেন।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়।

প্রতিবেদনে বলা হয়, ৮২ বছর বয়সী বাইডেন তার ১৫ মিনিটের প্রাইমটাইমে দেওয়া বিদায়ী ভাষণে বলেন, আজ আমেরিকায় বিপুল সম্পদ, ক্ষমতা ও প্রভাবের একটি বিজ্জনক গোষ্ঠী বিকশিত হচ্ছে, প্রকৃতভাবে তা যুক্তরাষ্ট্রের সমগ্র গণতন্ত্রণের জন্য হুমকিস্বরূপ। গোটা কয়েক ধনী লোকের হাতে এমন ক্ষমতা থাকা দেশের জন্য ভয়াবহ।

ভাষণে তিনি দেশবাসীকে সতর্ক করে বলেন, স্বল্পসংখ্যক অতি-ধনী লোকের হাতে ক্ষমতার বিপজ্জনক কেন্দ্রীকরণ’ হচ্ছে, যদি তাদের ক্ষমতার অপব্যবহার নিয়ন্ত্রণ না করা হয় তবে বিপজ্জনক পরিণতি বরণ করতে হবে।

বাইডেন বলেন, ‘২৪এর নির্বাচনে সোশ্যাল মিডিয়া সাইট এক্স-এর মালিক, ইলন মাস্ক ট্রাম্পকে জয়ী করতে সাহায্য করার জন্য এক চতুর্থাংশ বিলিয়ন ডলার খরচ করেছেন। বিভিন্ন সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলো ট্রাম্পের উদ্বোধনে প্রচুর পরিমাণে অনুদান দেওয়ার কথাও বলেন তিনি।

তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তার অর্জনকে হুমকির মুখে ফেলেছে এই প্রভাবশালী শক্তি ও প্রতিষ্ঠানগুলো।

ভাষণে বাইডেন ফিলিস্তিনের গাজায় ১৫ মাস ধরে চলা নৃশংস সহিংসতার পর যুদ্ধবিরতি তার অবদান তুলে ধরেন। তিনি বলেন, ইসরায়েল ও হামাসকে যুদ্ধবিরতির বিষয়ে গত বছরের মে মাসে একটি প্রস্তাব দিয়েছিলেন। এখন যে চুক্তিটিতে উভয় পক্ষ সম্মত হয়েছে, তা তার প্রস্তাবিত কাঠামোর ওপর ভিত্তি করেই বাস্তবায়িত হচ্ছে।

শেষে তিনি আমেরিকানদের তাদের আশাবাদী দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেন। সেইসঙ্গে জনগণকে সকল খারাপ কিছু প্রতিহত করার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে বলেন।

উল্লেখ্য, ২০২০ সালের নির্বাচনে ট্রাম্পকে হারিয়ে প্রেসিডেন্ট হয়েছিলেন বাইডেন। ২০২৪ সালের নির্বাচনেও বাইডেন লড়তে চেয়েছিলেন। তবে শেষ পর্যন্ত তিনি প্রার্থিতা প্রত্যাহার করেন। তার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস নির্বাচনে প্রার্থী হয়ে ট্রাম্পের কাছে পরাজিত হন।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

হামদর্দ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় একাডেমিক ভবন নির্মাণের আনুষ্ঠানিক কাজ শুরু

বিদায়ী ভাষণে যা বললেন বাইডেন

Update Time : ০১:৫৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জাতির উদ্দেশ্যে বিদায়ী ভাষণ দিয়েছেন। বুধবার (১৫ জানুয়ারি) হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে দেওয়া এই ভাষণে তিনি ডোনাল্ড ট্রাম্পের অধীনে একটি ‘বিপজ্জনক গোষ্ঠী’ গড়ে ওঠার কথা বলেন।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়।

প্রতিবেদনে বলা হয়, ৮২ বছর বয়সী বাইডেন তার ১৫ মিনিটের প্রাইমটাইমে দেওয়া বিদায়ী ভাষণে বলেন, আজ আমেরিকায় বিপুল সম্পদ, ক্ষমতা ও প্রভাবের একটি বিজ্জনক গোষ্ঠী বিকশিত হচ্ছে, প্রকৃতভাবে তা যুক্তরাষ্ট্রের সমগ্র গণতন্ত্রণের জন্য হুমকিস্বরূপ। গোটা কয়েক ধনী লোকের হাতে এমন ক্ষমতা থাকা দেশের জন্য ভয়াবহ।

ভাষণে তিনি দেশবাসীকে সতর্ক করে বলেন, স্বল্পসংখ্যক অতি-ধনী লোকের হাতে ক্ষমতার বিপজ্জনক কেন্দ্রীকরণ’ হচ্ছে, যদি তাদের ক্ষমতার অপব্যবহার নিয়ন্ত্রণ না করা হয় তবে বিপজ্জনক পরিণতি বরণ করতে হবে।

বাইডেন বলেন, ‘২৪এর নির্বাচনে সোশ্যাল মিডিয়া সাইট এক্স-এর মালিক, ইলন মাস্ক ট্রাম্পকে জয়ী করতে সাহায্য করার জন্য এক চতুর্থাংশ বিলিয়ন ডলার খরচ করেছেন। বিভিন্ন সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলো ট্রাম্পের উদ্বোধনে প্রচুর পরিমাণে অনুদান দেওয়ার কথাও বলেন তিনি।

তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তার অর্জনকে হুমকির মুখে ফেলেছে এই প্রভাবশালী শক্তি ও প্রতিষ্ঠানগুলো।

ভাষণে বাইডেন ফিলিস্তিনের গাজায় ১৫ মাস ধরে চলা নৃশংস সহিংসতার পর যুদ্ধবিরতি তার অবদান তুলে ধরেন। তিনি বলেন, ইসরায়েল ও হামাসকে যুদ্ধবিরতির বিষয়ে গত বছরের মে মাসে একটি প্রস্তাব দিয়েছিলেন। এখন যে চুক্তিটিতে উভয় পক্ষ সম্মত হয়েছে, তা তার প্রস্তাবিত কাঠামোর ওপর ভিত্তি করেই বাস্তবায়িত হচ্ছে।

শেষে তিনি আমেরিকানদের তাদের আশাবাদী দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেন। সেইসঙ্গে জনগণকে সকল খারাপ কিছু প্রতিহত করার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে বলেন।

উল্লেখ্য, ২০২০ সালের নির্বাচনে ট্রাম্পকে হারিয়ে প্রেসিডেন্ট হয়েছিলেন বাইডেন। ২০২৪ সালের নির্বাচনেও বাইডেন লড়তে চেয়েছিলেন। তবে শেষ পর্যন্ত তিনি প্রার্থিতা প্রত্যাহার করেন। তার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস নির্বাচনে প্রার্থী হয়ে ট্রাম্পের কাছে পরাজিত হন।