অস্টেলিয়া ১২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ২৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

এ-বি স্ট্রিট লাইব্রেরির ১৬তম শাখার শুভ উদ্বোধন

  • Reporter Name
  • Update Time : ০৩:৪৮:১১ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪
  • ৬১৬ Time View

সম্প্রতি ক্যাম্পবেলটাউনের রবিনসন পার্কে এ-বি স্ট্রিট লাইব্রেরির ১৬তম শাখার শুভ উদ্বোধন হয়েছে, যা প্রথমবারের মতো ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের নিজ প্রপার্টিতে স্থাপন করা হলো। আমাদের স্লোগান, “একটি বই নিন, একটি বই দিন, একটি বই উপভোগ করুন” আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে এই অর্জন নিশ্চিত ভাবে অনেক বড় ভূমিকা রাখবে।

এ-বি স্ট্রিট লাইব্রেরি প্রকল্পটি শুরু হয়েছিল ২০২০ সালে, কোভিড-১৯ মহামারীর সময়ে, যখন সকল সরকারি লাইব্রেরি বন্ধ হয়ে যায়। আমরা কমিউনিটির মানুষদের জন্য সহজলভ্য পাঠাগার হিসেবে এটি চালু করি যাতে বই পড়ার অভ্যাস বজায় রাখা যায় এবং মানুষজনের মধ্যে একটি পারস্পরিক সংযোগ তৈরি হয়। বর্তমানে ক্যাম্পবেলটাউন, ম্যাককোয়ারি ফিল্ডস, গ্লেনফিল্ড, ইংলবার্নসহ আশপাশের এলাকায় ১৬টি লাইব্রেরি স্থাপন করা হয়েছে। এই ছোট ছোট লাইব্রেরিগুলো কেবলমাত্র বই পড়া বা আদান-প্রদানের জায়গা নয়, বরং এটি একটি সমৃদ্ধ কমিউনিটি গড়ে তোলার সংযোগ কেন্দ্র হিসাবে ব্যবহৃত হচ্ছে ।
ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের নবনির্বাচিত মাননীয় মেয়র ডার্সি লাউন্ড প্রধান অতিথি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় এমপি নাথান হ্যাগার্টি (ল্যাপিংটন)। এ-বি স্ট্রিট লাইব্রেরির এই নতুন শাখার লাইব্রেরিয়ান হিসেবে স্থানীয় লেখক এবং সমাজকর্মী গ্লেন কোসার দায়িত্ব পালন করবেন।
মেয়র এই অসাধারণ কর্মসূচির উদ্যোগকে বিশেষ সাধুবাদ জানান এবং এই উদ্যোগকে ক্যাম্পবেলটাউনের ৩৪ সাবার্ব এ ছড়িয়ে দিতে সহযোগিতার আশ্বাস দেন!


বিশেষ অতিথি নাথান হ্যাগার্টি এমপি বলেন এই চমৎকার উদ্যোগ শুধু ক্যাম্পবেলটাউনে নয় বরং সাউথ ওয়েস্ট সিডনির একটি প্রকল্প হিসাবে লিভারপুল, ক্যামডেন সহ সকল এলাকায় ছড়িয়ে দিতে সহায়তার পত্রিশ্রুতি দেন!
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মোহাম্মদ শফিকুল আলম, ড. রফিকুল ইসলাম, ব্রায়ান লাউল , ড. শাফিন রশিদ, শাহালা খামিস, মোয়ানা জে. স্ট্রিকল্যান্ড এবং গর্বিত স্ট্রিট লাইব্রেরির মালিক তরুণ লেখিকা মিনা স্কেনডারি, মিলি ইসলাম এবং জুই সেন পল সহ অনেকে!
অনুষ্ঠানে ফটোগ্রাফির দায়েত্বে ছিলেন পদক প্রাপ্ত ফটোগ্রাফার আসফানুর আরাফিন, যিনি প্রতিটি অনন্য মুহূর্তকে সুন্দরভাবে ক্যামেরায় ধারণ করেছেন।
এ বি স্ট্রিট লাইব্রেরির প্রতিষ্ঠাতা সভাপতি কামাল পাশার সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সহ-প্রতিষ্ঠাতা ও কাউন্সিলর আশ রহমান।
আপনি যদি আপনার বাড়ির সামনে বা আশপাশের কোনো পার্কে একটি এ-বি স্ট্রিট লাইব্রেরি স্থাপন করতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন! আমাদের লক্ষ্য, কমিউনিটির প্রতিটি কোণায় পাঠাভ্যাস ছড়িয়ে দেয়া। আমাদের সাথে এই মিশনে যুক্ত হয়ে একটি শক্তিশালী পাঠাভ্যাস এবং কমিউনিটির সংযোগ গড়ে তুলুন !

Tag :
About Author Information

এ-বি স্ট্রিট লাইব্রেরির ১৬তম শাখার শুভ উদ্বোধন

Update Time : ০৩:৪৮:১১ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪

সম্প্রতি ক্যাম্পবেলটাউনের রবিনসন পার্কে এ-বি স্ট্রিট লাইব্রেরির ১৬তম শাখার শুভ উদ্বোধন হয়েছে, যা প্রথমবারের মতো ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের নিজ প্রপার্টিতে স্থাপন করা হলো। আমাদের স্লোগান, “একটি বই নিন, একটি বই দিন, একটি বই উপভোগ করুন” আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে এই অর্জন নিশ্চিত ভাবে অনেক বড় ভূমিকা রাখবে।

এ-বি স্ট্রিট লাইব্রেরি প্রকল্পটি শুরু হয়েছিল ২০২০ সালে, কোভিড-১৯ মহামারীর সময়ে, যখন সকল সরকারি লাইব্রেরি বন্ধ হয়ে যায়। আমরা কমিউনিটির মানুষদের জন্য সহজলভ্য পাঠাগার হিসেবে এটি চালু করি যাতে বই পড়ার অভ্যাস বজায় রাখা যায় এবং মানুষজনের মধ্যে একটি পারস্পরিক সংযোগ তৈরি হয়। বর্তমানে ক্যাম্পবেলটাউন, ম্যাককোয়ারি ফিল্ডস, গ্লেনফিল্ড, ইংলবার্নসহ আশপাশের এলাকায় ১৬টি লাইব্রেরি স্থাপন করা হয়েছে। এই ছোট ছোট লাইব্রেরিগুলো কেবলমাত্র বই পড়া বা আদান-প্রদানের জায়গা নয়, বরং এটি একটি সমৃদ্ধ কমিউনিটি গড়ে তোলার সংযোগ কেন্দ্র হিসাবে ব্যবহৃত হচ্ছে ।
ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের নবনির্বাচিত মাননীয় মেয়র ডার্সি লাউন্ড প্রধান অতিথি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় এমপি নাথান হ্যাগার্টি (ল্যাপিংটন)। এ-বি স্ট্রিট লাইব্রেরির এই নতুন শাখার লাইব্রেরিয়ান হিসেবে স্থানীয় লেখক এবং সমাজকর্মী গ্লেন কোসার দায়িত্ব পালন করবেন।
মেয়র এই অসাধারণ কর্মসূচির উদ্যোগকে বিশেষ সাধুবাদ জানান এবং এই উদ্যোগকে ক্যাম্পবেলটাউনের ৩৪ সাবার্ব এ ছড়িয়ে দিতে সহযোগিতার আশ্বাস দেন!


বিশেষ অতিথি নাথান হ্যাগার্টি এমপি বলেন এই চমৎকার উদ্যোগ শুধু ক্যাম্পবেলটাউনে নয় বরং সাউথ ওয়েস্ট সিডনির একটি প্রকল্প হিসাবে লিভারপুল, ক্যামডেন সহ সকল এলাকায় ছড়িয়ে দিতে সহায়তার পত্রিশ্রুতি দেন!
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মোহাম্মদ শফিকুল আলম, ড. রফিকুল ইসলাম, ব্রায়ান লাউল , ড. শাফিন রশিদ, শাহালা খামিস, মোয়ানা জে. স্ট্রিকল্যান্ড এবং গর্বিত স্ট্রিট লাইব্রেরির মালিক তরুণ লেখিকা মিনা স্কেনডারি, মিলি ইসলাম এবং জুই সেন পল সহ অনেকে!
অনুষ্ঠানে ফটোগ্রাফির দায়েত্বে ছিলেন পদক প্রাপ্ত ফটোগ্রাফার আসফানুর আরাফিন, যিনি প্রতিটি অনন্য মুহূর্তকে সুন্দরভাবে ক্যামেরায় ধারণ করেছেন।
এ বি স্ট্রিট লাইব্রেরির প্রতিষ্ঠাতা সভাপতি কামাল পাশার সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সহ-প্রতিষ্ঠাতা ও কাউন্সিলর আশ রহমান।
আপনি যদি আপনার বাড়ির সামনে বা আশপাশের কোনো পার্কে একটি এ-বি স্ট্রিট লাইব্রেরি স্থাপন করতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন! আমাদের লক্ষ্য, কমিউনিটির প্রতিটি কোণায় পাঠাভ্যাস ছড়িয়ে দেয়া। আমাদের সাথে এই মিশনে যুক্ত হয়ে একটি শক্তিশালী পাঠাভ্যাস এবং কমিউনিটির সংযোগ গড়ে তুলুন !