ইসরায়েলের হামলায় ইরানে এখন পর্যন্ত অন্তত ৫০০ জনের প্রাণহানি ঘটেছে। গত ১৩ জুন থেকে চালানো হামলায় এ হতাহতের ঘটনা ঘটেছে।
সোমবার (২৩ জুন) ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় ও দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বিবিসি ও আল-জাজিরা।
এতে বলা হয়েছে, ইসরায়েলের হামলা শুরুর পর থেকে ইরানে এখন পর্যন্ত কমপক্ষে ৫০০ মানুষ নিহত হয়েছেন। এছাড়া চলমান এই হামলায় আহত হয়েছেন আরও ৩ হাজারের বেশি মানুষ।
তবে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস ইন ইরানের মতে নিহতের সংখ্যা সরকারিভাবে যা বলা হচ্ছে তার চেয়ে প্রায় দ্বিগুণ।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একে পোস্টে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের প্রধান হোসেইন কারমানপোর বলেছেন, ইসরায়েলের হামলায় নিহতদের মধ্যে অন্তত ১৩ শিশুও রয়েছে। এছাড়া ইসরায়েলি হামলায় নিহতদের মধ্যে ৪৪ জন নারীও রয়েছেন।
ইসরায়েলের সামরিক বাহিনীর হামলায় হতাহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক বলে জানিয়েছেন কারমানপোর।
এদিকে ইসরায়েলি কর্তৃপক্ষের মতে, ইসরায়েলি শহরগুলিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এখন পর্যন্ত ২৪ জন নিহত হয়েছে।
Reporter Name 












