কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জে জোরপূর্বক ঘরসহ জমি দখল করে ঘরের আসবাবপত্র ও টিন বিক্রির দায়ে রশিদ মিয়া নামের একজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ অক্টোবর) তাকে আটক করে আদালতে হস্তান্তর করা হয়। এর আগে ঘরের মালিক কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মুনির হোসেন বাদী হয়ে ৬ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেন।
অভিযোগে তিনি উল্লেখ করেন টুকের বাজার মধুবন মার্কেটের পাশে তার নির্মান করা ঘরটি জবর দখল করে টিনশেড ঘরের চারটি চৌকি, ঘরের চালা, বেড়া, পার্টিশনের মোট-১৫ বান্ডিল ঢেউটিন ও চারটি দরজা সহ প্রায় ২ লক্ষ টাকার মালামাল বিক্রি করে ফেলেছে। টুকেরগাঁও এর রশিদ মিয়া, হক মিয়া, ইয়ামিন, ইব্রাহিম, এশাদ মিয়া ও আজিজ মিয়া ঘরের বিভিন্ন মালামাল চুরি করে বিক্রি করে। অভিযোগে তিনি আরও উল্লেখ করেন তার ঘরের চোরাইকৃত মালামাল স্থানীয় একটি দোকানে আটক করেন। পরে তিনি এগুলো পুলিশকে দিয়ে জব্দ করান।
Reporter Name 

















