সালাম মাহমুদ : জনপ্রিয় ফটোগ্রাফার দিয়া আহসান বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২৫ অর্জন করেছেন। দেশের শিল্প-সংস্কৃতি, ব্যবসা-বাণিজ্য এবং সমাজের বিভিন্ন অঙ্গনে অবদানের স্বীকৃতি হিসেবে এই বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হয় শনিবার (২ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে।
দিয়া আহসান বেস্ট ওমেন ফটোগ্রাফার ক্যাটাগরিতে এই পুরস্কার গ্রহণ করেন। কিংবদন্তি নাট্যকার জিনাত হাকিম তার হাতে অ্যাওয়ার্ড তুলে দেন।
ফটোগ্রাফি জগতে দীর্ঘদিন ধরে দিয়া আহসান দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। তিনি দেশের কর্পোরেট ও সাংস্কৃতিক খাতের গুরুত্বপূর্ণ ইভেন্টগুলোর ফটোগ্রাফি করেছেন। এছাড়া, তিনি “দিয়া আহসান ফটোগ্রাফি” নামে নিজস্ব প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন এবং বিশেষভাবে নারীদের ফটোগ্রাফির প্রতি উৎসাহিত করেন।
Reporter Name 











