সালাম মাহমুদ : দেশের অন্যতম সেরা মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুলের জন্মদিন পালিত হলো। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেছেন পিয়া জান্নাতুল, যা তাকে দেশের সর্বাধিক পরিচিতি দিয়েছে। এরপর তিনি অভিনেত্রী হিসেবেও পরিচিতি অর্জন করেছেন, এবং বর্তমানে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের একজন তরুণ আইনজীবী হিসেবে কর্মরত, যেখানে তিনি আইনঙ্গনেও সফলতার স্বাক্ষর রেখেছেন।
বাংলাদেশি মডেলিং জগতের কিংবদন্তি সাদিয়া ইসলাম মৌয়ের পর সবচেয়ে আলোচিত ও সফল নামগুলোর একটি পিয়া জান্নাতুল। আন্তর্জাতিক অঙ্গনে তিনিই প্রথম বাংলাদেশি মডেল হিসেবে দেশের প্রতিনিধিত্ব করেছেন এবং অর্জন করেছেন অসংখ্য সম্মানজনক খেতাব।
শুধু মডেলিং বা অভিনয় নয় — ক্রিকেটপ্রেমী ভক্তদের কাছে তিনি দারুণ জনপ্রিয় উপস্থাপক। ২০০৭ সালে মিস বাংলাদেশ খেতাব অর্জনের মাধ্যমে আলো ঝলমলে জগতে অভিষেক হয় তার। এরপর মডেলিং দিয়েই শুরু হয় ক্যারিয়ার।
২০১২ সালে রেদোয়ান রনির ‘চোরাবালি’ সিনেমার মধ্য দিয়ে চলচ্চিত্রে পা রাখেন তিনি। এরপর আরও কিছু সিনেমা, নাটক ও মিউজিক ভিডিওতে অভিনয় করেন। আজ (১৪ অক্টোবর) তার জন্মদিন। সুন্দরবনের দ্বারখোলা খুলনায় ১৯৯১ সালের এ দিনেই পিয়ার জন্ম। পরিবারের মানুষ তাকে আদর করে ‘পিউ’ বলে ডাকেন।
২০০৭ সালে খুলনার করোনেশন গার্লস হাই স্কুল থেকে এসএসসি পাশ করেন পিয়া। এরপর উচ্চমাধ্যমিকের পড়াশোনা ঢাকায় সম্পন্ন করে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন।
অভিনয়ের পাশাপাশি আন্তর্জাতিক মডেলিং অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্বের মাধ্যমে পিয়া নিজেকে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন। ২০১৪-১৫ সালে দিল্লিভিত্তিক মডেলিং এজেন্সি ‘মাসকট মডেল ম্যানেজমেন্ট’-এর সঙ্গে কাজ করেন তিনি। ২০১৩ সালে বাংলাদেশী সঙ্গীতদল ‘শিরোনামহীনের’ ‘আবার হাসিমুখ’ মিউজিক ভিডিওতে কাজ করেছেন। ২০১৩ সালে ‘মিস ইন্ডিয়ান প্রিন্সেস ইন্টারন্যাশনাল’ প্রতিযোগিতায় ১৯টি দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে শিরোপা জয় করে আলোচনায় আসেন।
প্রথম বাংলাদেশি নারী হিসেবে ‘ভোগ ইন্ডিয়া’ ম্যাগাজিনের কভারচিত্রে জায়গা করে নেওয়াও তার ক্যারিয়ারের বড় অর্জন। এক সাক্ষাৎকারে তিনি জানান, দীপিকা পাড়ুকোন তার অনুপ্রেরণা — দীপিকার মতোই তিনি আন্তর্জাতিক অঙ্গনে নিজের ক্যারিয়ারকে আরও বিস্তৃত করতে চান।
২০১১ সালে দক্ষিণ কোরিয়ায় আয়োজিত ‘ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি’ প্রতিযোগিতায় শিরোপা অর্জন করেন পিয়া। এছাড়া মিশরে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড টপ মডেল’ প্রতিযোগিতায়ও শীর্ষ মডেল হওয়ার স্বীকৃতি পান।
২০১৭ সালের ফেব্রুয়ারিতে নিউইয়র্ক ফ্যাশন উইকের সঙ্গে সংশ্লিষ্ট একটি বিখ্যাত চুলের প্রসাধনীর ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হন পিয়া। বাংলাদেশী মডেলদের মধ্যে তিনিই প্রথম নিউইয়র্ক ফ্যাশন উইকে যোগদান করেন। বিশ্বের অন্যতম সেরা এই ফ্যাশন ইভেন্টে বিখ্যাত সব ব্র্যান্ড, ডিজাইনার ও মডেলরা সম্মিলিত হন।
মডেলিং ক্যারিয়ারে শক্ত অবস্থানের পাশাপাশি জান্নাতুল পিয়া ২০১৭ ও ২০১৮ সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) হোস্ট ছিলেন। এই কাজের ধারায় তিনিই প্রথম বাংলাদেশী হিসেবে আইসিসি ২০১৯ ক্রিকেট ওয়ার্ল্ড কাপে উপস্থাপনার আমন্ত্রণ পান।
জান্নাতুল পিয়া অভিনীত সিনেমাগুলোর মধ্যে রয়েছে — চোরাবালি (২০১২), দ্য স্টোরি অব সামারা (২০১৫), গ্যাংস্টার রিটার্নস (২০১৫), প্রবাসীর প্রেম (২০১৫), ছিটমহল (২০১৬), প্রেম কি বুঝিনি (২০১৭)। এর মধ্যে চোরাবালি চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি বাচসাস অ্যাওয়ার্ডে সেরা সহযোগী অভিনেত্রী হন।
সম্প্রতি তিনি ট্রাব বিজনেস অ্যাওয়ার্ড ২০২৫ ও গ্লোবাল মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৫-এ ‘যুগসেরা মডেল’ হিসেবে সম্মাননা অর্জন করেছেন।
পিয়া জান্নাতুল কেবল সাফল্যগাথা নয় — তিনি স্পষ্টবাদী, সাহসী, দৃঢ়চেতা, স্মার্ট এবং রুচিশীল নারী। সত্যের পক্ষে থাকা ও আত্মবিশ্বাসের সঙ্গে নিজের অবস্থান প্রকাশ করা তার স্বভাবজাত গুণ। তার অভিনীত কাজের সংখ্যা হয়তো বেশি নয়, কিন্তু গুণে-মানেই তিনি দেশের অন্যতম অনন্য প্রতিভা।
জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে সহকর্মী, বন্ধু ও অসংখ্য ভক্ত পিয়া জান্নাতুলকে শুভেচ্ছা জানিয়েছেন।
সুন্দরবনের দ্বারখোলা খুলনার এই কন্যার প্রতি ভক্তদের কামনা — তিনি যেন আরও উজ্জ্বল হয়ে উঠুন দেশ ও আন্তর্জাতিক অঙ্গনে।
Reporter Name 












