নিজস্ব প্রতিবেদক: অনন্য অবদানের স্বীকৃতি পেলেন প্রবীণ সাংবাদিক স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫-এ সাংবাদিক চৌধুরী জীবন পেলেন সম্মাননা। গণমাধ্যমে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানটি ছিল তারকাখচিত ও আবেগঘন।
গণমাধ্যমে নিষ্ঠা, সততা ও দীর্ঘ অভিজ্ঞতার অনন্য স্বীকৃতি হিসেবে স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫-এ ভূষিত হয়েছেন প্রবীণ প্রথিতযশা সাংবাদিক চৌধুরী জীবন (মো. মাহবুব আলম চৌধুরী)। সাংবাদিকতার এই পথিকৃৎ বর্তমানে জাতীয় দৈনিক সোনালী কণ্ঠ পত্রিকার বিশেষ প্রতিনিধি (ক্রাইম) এবং ক্রাইমনিউজবিডি২৪ডটকম-এর ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
রাজধানীর সেগুনবাগিচায় কেন্দ্রীয় কচি-কাঁচা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই তারকাখচিত আয়োজনে দেশের বরেণ্য ব্যক্তিত্ব, সাংবাদিক, শিল্পী ও গণমাধ্যম কর্মীরা অংশগ্রহণ করেন।
স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫; গুণীজনদের সম্মাননা উৎসব-
জাতীয় দৈনিক মানবাধিকার প্রতিদিন–এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানটি হয়ে উঠেছিল সত্যিকারের গুণীজনদের মিলনমেলা। গত শনিবার (৪ অক্টোবর ২০২৫) বিকেল ৫টায় অনুষ্ঠিত এই আয়োজনে অর্ধশতাধিক সাংবাদিক, চলচ্চিত্র তারকা, সঙ্গীতশিল্পী, ফ্যাশন মডেল ও নৃত্যশিল্পী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জাতীয় দৈনিক করতোয়া পত্রিকার সম্পাদক মো. মোজাম্মেল হক। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন তাশিক আহমেদ, উপদেষ্টা (অনুষ্ঠান), এটিএন বাংলা।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন জীবন্ত কিংবদন্তি অভিনেত্রী সুজাতা আজিম, বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক জ্যাম্বস কাজল, চলচ্চিত্র পরিচালক ও অভিনেতা কাজী হায়াত, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগ, এ.কে.এম. মুশফিকুল আলম (ব্যবস্থাপনা পরিচালক, ই-ক্রয়), এবং সুপারহিরোখ্যাত অভিনেতা ডি.এ তায়েব।
সাংস্কৃতিক আয়োজনে ঝলমলে পরিবেশ-
অনুষ্ঠানটি ছিল এক অসাধারণ সাংস্কৃতিক উৎসব। জমকালো ফ্যাশন শো, সঙ্গীত ও নৃত্যের পরিবেশনায় মুখর হয়ে ওঠে পুরো অডিটোরিয়াম। উপস্থাপনায় ছিলেন স্বর্ণপদকপ্রাপ্ত আবৃতিকার সবুজ রায়, চিত্রনায়িকা নেহা আকতার, ও নিউজ প্রেজেন্টার জাকওয়ানা চৌধুরী (অনিকা)।
অনুষ্ঠানে মিডিয়া পার্টনার হিসেবে ছিল এটিএন বাংলা ও ই-ক্রয়সহ আরও কয়েকটি গণমাধ্যম।
গুণীজনদের স্বীকৃতি ও আজীবন সম্মাননা-
এ বছর স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫-এ বিভিন্ন ক্যাটাগরিতে ৩০ জন গুণী ব্যক্তিকে সম্মাননা দেওয়া হয়। সাংবাদিকতা, শোবিজ, ব্যবসা-বাণিজ্য, আইসিটি, রিয়েল এস্টেট, নারী উদ্যোক্তা ও মানবিক কাজের ক্ষেত্রে অনন্য ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা প্রদান করা হয়।
এর মধ্যে আজীবন সম্মাননা প্রদান করা হয় গণমাধ্যম জগতের কিংবদন্তি মো. মোজাম্মেল হক এবং চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি সুজাতা আজিমকে।
খন্দকার তোতা’র আবেগঘন বক্তব্য-
অনুষ্ঠানের আয়োজক এবং দৈনিক মানবাধিকার প্রতিদিন-এর সম্পাদক ও প্রকাশক খন্দকার আছিফুর রহমান (তোতা) বলেন,
> “যে দেশে গুণীদের সম্মান দেওয়া হয় না, সে দেশে নতুন গুণীজন জন্মায় না। আমরা চাই, প্রতিটি ক্ষেত্রের অবদানশীল মানুষদের স্বীকৃতি দেওয়া হোক। আজকের এই আয়োজন আমাদের সেই প্রচেষ্টারই প্রতিচ্ছবি।”
তিনি আরও জানান, তাদের ক্ষুদ্র প্রচেষ্টা যেন ভবিষ্যতেও অনুপ্রেরণা হয়ে থাকে, এবং তারা এই ধারাবাহিকতা বজায় রাখবেন।
সাংবাদিক চৌধুরী জীবনের অনুপ্রেরণামূলক যাত্রা-
চৌধুরী জীবন বাংলাদেশের সাংবাদিকতায় এক পরিচিত নাম। দীর্ঘদিন ধরে মাঠ পর্যায়ে অনুসন্ধানী প্রতিবেদন ও সামাজিক ন্যায়ের পক্ষে নিরলস কাজ করে যাচ্ছেন তিনি। ক্রাইম রিপোর্টিংয়ের জগতে তার নির্ভীকতা ও পেশাদারিত্ব তাকে আলাদা মর্যাদায় পৌঁছে দিয়েছে।
তার হাতে পাওয়া স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫ শুধু একটি স্বীকৃতি নয়, বরং তরুণ সাংবাদিকদের জন্য অনুপ্রেরণার প্রতীক। তিনি জানান—
> “এই সম্মাননা আমাকে আরও দায়িত্বশীল করে তুলেছে। সাংবাদিকতা আমার পেশা নয়, এটি আমার নেশা ও ভালোবাসা।”
অনুষ্ঠান ঘিরে সাড়া ও প্রশংসা
সোশ্যাল মিডিয়ায় ইতোমধ্যে স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫ নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। সাংবাদিক চৌধুরী জীবনসহ সকল পুরস্কারপ্রাপ্তকে অভিনন্দন জানিয়েছেন সহকর্মী, পাঠক ও ভক্তরা।
অনুষ্ঠানটি দেশের গুণীজনদের স্বীকৃতি ও সমাজে ইতিবাচক অনুপ্রেরণার বার্তা বহন করেছে।
গুণী মানুষদের সম্মানিত করা মানেই সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করা। স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫ সেই বার্তাই দিয়েছে—দেশের প্রতিটি সৎ ও নিবেদিত কর্মীর মূল্যায়ন একদিন নিশ্চিত। সাংবাদিক চৌধুরী জীবন-এর এই অর্জন সাংবাদিক সমাজে এক নতুন প্রেরণা হয়ে থাকবে।
Reporter Name 












