অস্টেলিয়া ১১:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
হামদর্দ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় একাডেমিক ভবন নির্মাণের আনুষ্ঠানিক কাজ শুরু ক্যালিফোর্নিয়া বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন টাঙ্গাইলের এলেঙ্গায় গোপীনাথ মজুমদার স্মৃতি সম্মাননা প্রদান দিয়া আহসান পেলেন বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২৫ যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের প্রথম মুসলিম নারী বিচারক হিসেবে নির্বাচিত হলেন বাংলাদেশী আমেরিকান আজমেরী হক লিন্ডা বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে উচ্চশিক্ষা ও দক্ষতা উন্নয়নে নতুন সহযোগিতার অঙ্গীকার অস্ট্রেলিয়ার ইতিহাসে এক অনন্য মাইলফলক — প্রথমবারের মতো কোনো সংসদ সদস্যের অফিসে উদ্বোধন হলো একটি স্ট্রিট লাইব্রেরি সিডনিতে প্রবাসী সাংবাদিকতায় অবদানে সম্মাননা পেলেন নাইম আবদুল্লাহ অভিমানের খেয়া- উম্মে কুলসুম (ঝুমু) বাংলাদেশ হাইকমিশন, মালদ্বীপ কর্তৃক জাতীয় পরিচয়পত্র নিবন্ধন কার্যক্রম উপলক্ষে মতবিনিময় সভা

বিশ্ববাঙালী সংসদ বাংলাদেশের নবনির্বাচিত কমিটির অভিষেক ও সাংস্কৃতিক সন্ধ্যা

  • Reporter Name
  • Update Time : ১০:৫৬:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • ১৫২ Time View

মোকলেছুর রহমান মাহারুক : আগামী ২৭ সেপ্টেম্বর বিকাল ৪টায় ইস্কাটনস্থ আঞ্চলিক লোক প্রশাসন ও প্রশিক্ষণ কেন্দ্রে বিশ্ববাঙালি সংসদের নবনির্বাচিত কমিটির অভিষেক -২০২৫-২০২৮ এবং সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক ফেরদৌস আরা, একুশে পদকপ্রাপ্ত নজরুল সংগীত শিল্পী।
উদ্বোধক থাকবেন ড. সফিকুল ইসলাম গবেষক ও প্রাবন্ধিক,
বিশেষ অতিথি : মোহাম্মদ আবদুল আউয়াল বিপিএম,
গীতিকার ও কবি, উপদেষ্টা -বিশ্ববাঙালি সংসদ,ফজলুল হক টিপু, বিশিষ্ট সমাজসেবক ও পাঠাগার আন্দোলনকারী, লায়ন সালাম মাহমুদ, নির্বাহী সম্পাদক -দৈনিক গণকণ্ঠ, মো, আবুল খায়ের স্বপন
সভাপতি -কসবা প্রেসক্লাব। শুভেচ্ছা বক্তব্য : লোকমান হোসেন পলা, সভাপতি -বিশ্ববাঙালি সংসদ বাংলাদেশ।
স্বাগত বক্তব্য : অধ্যাপক মাহবুবা বেগম ,সাধারণ সম্পাদক – বিশ্ববাঙালি সংসদ বাংলাদেশ।
সঞ্চালনা: শামীমা আফরোজ হ্যাপী, বিনয় মন্ডল, সুরাইয়া আকতার চিশতী রিমা। সভাপতিত্ব করবেন বিজ্ঞানকবি ও সমাজচিন্তক হাসনাইন সাজ্জাদী
প্রধান উপদেষ্টা বিশ্ববাঙালি সংসদ। এছাড়াও সম্মানিত উপদেষ্টাবৃন্দ সর্বজনাব মু জালালউদ্দীন নলুয়া, গবেষক মোস্তফা সেলিম, কবি অশোক ধর, সম্পাদক স্বদেশ বিচিত্রা, কবি ও সাংবাদিক অনিমেষ বড়াল, কবি গিয়াসউদ্দিন চাষা ও কবি রীনা তালুকদার আলোচনায় অংশ নিবেন।
অনুষ্ঠানে আজীবন সম্মাননা পাবেন শিল্পী ফেরদৌস আরা, মোহাম্মদ আবদুল আউয়াল বিপিএম, ড. সফিকুল ইসলাম, কবি ও গবেষক, ফজলুল হক টিপু, এবং বিশেষ সম্মাননা প্রাপ্তরা হলেন লায়ন সালাম মাহমুদ,জাকির হোসেন জিতু, মডেল অব দ্যা ইয়ার সানায়া চৌধুরী, , আবুল খায়ের স্বপন, মামুন চৌধুরী প্রমুখ। সংগঠনের উপদেষ্টা, কর্মকর্তা ও সদস্যদের মধ্যে মেডেল ও বিজ্ঞান সাহিত্য সাময়িকী পূর্বাপরের অভিষেক স্মারক
প্রদান এবং অতিথিদের সঙ্গে গ্রুপ ছবি তোলা হবে।
অনুষ্ঠান সহযোগিতায় রয়েছে জনপদ নিউজ ২৪.কম ও বিজ্ঞানবাদ চর্চাকেন্দ্র। দ্বিতীয় পর্বে কবি ও গীতিকার মোহাম্মদ আবদুল আউয়াল বিপিএম এর সভাপতিত্বে কবিতা পাঠ । সংগীত পরিবেশন করবেন শিল্পী কাব্যিক পলাশ, শিল্পী সুমন মুস্তাফিজ, শিল্পী মাহবুবা বেগম, শিল্পী শামীমা আফরোজ হ্যাপী প্রমুখ সংগীত পরিবেশন এবং বাউল শিল্পী ছালমা হাসনাইন সাজ্জাদীর বাউল গান পরিবেশন করবেন। অনুষ্ঠানে অর্ধ শতাধিক কবিরা কবিতা পাঠ করবেন।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

হামদর্দ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় একাডেমিক ভবন নির্মাণের আনুষ্ঠানিক কাজ শুরু

বিশ্ববাঙালী সংসদ বাংলাদেশের নবনির্বাচিত কমিটির অভিষেক ও সাংস্কৃতিক সন্ধ্যা

Update Time : ১০:৫৬:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

মোকলেছুর রহমান মাহারুক : আগামী ২৭ সেপ্টেম্বর বিকাল ৪টায় ইস্কাটনস্থ আঞ্চলিক লোক প্রশাসন ও প্রশিক্ষণ কেন্দ্রে বিশ্ববাঙালি সংসদের নবনির্বাচিত কমিটির অভিষেক -২০২৫-২০২৮ এবং সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক ফেরদৌস আরা, একুশে পদকপ্রাপ্ত নজরুল সংগীত শিল্পী।
উদ্বোধক থাকবেন ড. সফিকুল ইসলাম গবেষক ও প্রাবন্ধিক,
বিশেষ অতিথি : মোহাম্মদ আবদুল আউয়াল বিপিএম,
গীতিকার ও কবি, উপদেষ্টা -বিশ্ববাঙালি সংসদ,ফজলুল হক টিপু, বিশিষ্ট সমাজসেবক ও পাঠাগার আন্দোলনকারী, লায়ন সালাম মাহমুদ, নির্বাহী সম্পাদক -দৈনিক গণকণ্ঠ, মো, আবুল খায়ের স্বপন
সভাপতি -কসবা প্রেসক্লাব। শুভেচ্ছা বক্তব্য : লোকমান হোসেন পলা, সভাপতি -বিশ্ববাঙালি সংসদ বাংলাদেশ।
স্বাগত বক্তব্য : অধ্যাপক মাহবুবা বেগম ,সাধারণ সম্পাদক – বিশ্ববাঙালি সংসদ বাংলাদেশ।
সঞ্চালনা: শামীমা আফরোজ হ্যাপী, বিনয় মন্ডল, সুরাইয়া আকতার চিশতী রিমা। সভাপতিত্ব করবেন বিজ্ঞানকবি ও সমাজচিন্তক হাসনাইন সাজ্জাদী
প্রধান উপদেষ্টা বিশ্ববাঙালি সংসদ। এছাড়াও সম্মানিত উপদেষ্টাবৃন্দ সর্বজনাব মু জালালউদ্দীন নলুয়া, গবেষক মোস্তফা সেলিম, কবি অশোক ধর, সম্পাদক স্বদেশ বিচিত্রা, কবি ও সাংবাদিক অনিমেষ বড়াল, কবি গিয়াসউদ্দিন চাষা ও কবি রীনা তালুকদার আলোচনায় অংশ নিবেন।
অনুষ্ঠানে আজীবন সম্মাননা পাবেন শিল্পী ফেরদৌস আরা, মোহাম্মদ আবদুল আউয়াল বিপিএম, ড. সফিকুল ইসলাম, কবি ও গবেষক, ফজলুল হক টিপু, এবং বিশেষ সম্মাননা প্রাপ্তরা হলেন লায়ন সালাম মাহমুদ,জাকির হোসেন জিতু, মডেল অব দ্যা ইয়ার সানায়া চৌধুরী, , আবুল খায়ের স্বপন, মামুন চৌধুরী প্রমুখ। সংগঠনের উপদেষ্টা, কর্মকর্তা ও সদস্যদের মধ্যে মেডেল ও বিজ্ঞান সাহিত্য সাময়িকী পূর্বাপরের অভিষেক স্মারক
প্রদান এবং অতিথিদের সঙ্গে গ্রুপ ছবি তোলা হবে।
অনুষ্ঠান সহযোগিতায় রয়েছে জনপদ নিউজ ২৪.কম ও বিজ্ঞানবাদ চর্চাকেন্দ্র। দ্বিতীয় পর্বে কবি ও গীতিকার মোহাম্মদ আবদুল আউয়াল বিপিএম এর সভাপতিত্বে কবিতা পাঠ । সংগীত পরিবেশন করবেন শিল্পী কাব্যিক পলাশ, শিল্পী সুমন মুস্তাফিজ, শিল্পী মাহবুবা বেগম, শিল্পী শামীমা আফরোজ হ্যাপী প্রমুখ সংগীত পরিবেশন এবং বাউল শিল্পী ছালমা হাসনাইন সাজ্জাদীর বাউল গান পরিবেশন করবেন। অনুষ্ঠানে অর্ধ শতাধিক কবিরা কবিতা পাঠ করবেন।