অস্টেলিয়া ০৩:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ২৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

অস্ট্রেলিয়ার নির্বাচনে ক্ষমতাসীন লেবার পার্টির জয়

  • Reporter Name
  • Update Time : ০১:৪৬:৪১ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫
  • ২৫৮ Time View

লেবার পার্টির অ্যান্থনি আলবানিজ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হিসেবে আবারও নির্বাচিত হয়েছেন।

শনিবার (৩ মে) এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচনে দ্বিতীয় বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন দেশটির ক্ষমতাসীন লেবার পার্টির নেতা অ্যান্থনি আলবানিজ। শনিবার দেশটিতে অনুষ্ঠিত নির্বাচনে বামপন্থি এই নেতা বিপুল ভোটে জয়লাভ করেছেন। দেশটির বিরোধী দলীয় নেতা পিটার ডাটন নির্বাচনে পরাজয় স্বীকার করে অ্যান্থনি আলবানিজকে অভিনন্দন জানিয়েছেন।

জয়ের পর আলবানিজ বলেন, ন্যায্যতা, আকাঙ্ক্ষা এবং সকলের জন্য সুযোগ; প্রতিকূলতার মধ্যে সাহস দেখানোর শক্তি এবং অভাবীদের প্রতি দয়া দেখানোর জন্য আজ অস্ট্রেলিয়ার জনগণ অস্ট্রেলিয়ান মূল্যবোধের পক্ষে ভোট দিয়েছে।

এদিকে, জোট নেতা পিটার ডাটন তার দলের পরাজয়ের দায় সম্পূর্ণ নিজের ওপর নিয়েছেন। একইসাথে তার এমপিদের কাছে ক্ষমাও চেয়েছেন।

উল্লেখ্য, গত ২০ বছরেরও বেশি সময়ের মধ্যে টানা দুটি নির্বাচনে জয়ী প্রথম প্রধানমন্ত্রী হলেন আলবেনিজ।

অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন (এবিসি) এর অনুমান অনুসারে, লেবার ৮৬টি আসন, কোয়ালিশন ৩৯টি এবং গ্রিনস পার্টি এক বা দুটি আসন নিয়ে শেষ করার পথে রয়েছে। অন্যান্য ছোট দল এবং স্বতন্ত্ররা ১০টি আসনে এগিয়ে রয়েছে।

Tag :
About Author Information

অস্ট্রেলিয়ার নির্বাচনে ক্ষমতাসীন লেবার পার্টির জয়

Update Time : ০১:৪৬:৪১ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫

লেবার পার্টির অ্যান্থনি আলবানিজ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হিসেবে আবারও নির্বাচিত হয়েছেন।

শনিবার (৩ মে) এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচনে দ্বিতীয় বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন দেশটির ক্ষমতাসীন লেবার পার্টির নেতা অ্যান্থনি আলবানিজ। শনিবার দেশটিতে অনুষ্ঠিত নির্বাচনে বামপন্থি এই নেতা বিপুল ভোটে জয়লাভ করেছেন। দেশটির বিরোধী দলীয় নেতা পিটার ডাটন নির্বাচনে পরাজয় স্বীকার করে অ্যান্থনি আলবানিজকে অভিনন্দন জানিয়েছেন।

জয়ের পর আলবানিজ বলেন, ন্যায্যতা, আকাঙ্ক্ষা এবং সকলের জন্য সুযোগ; প্রতিকূলতার মধ্যে সাহস দেখানোর শক্তি এবং অভাবীদের প্রতি দয়া দেখানোর জন্য আজ অস্ট্রেলিয়ার জনগণ অস্ট্রেলিয়ান মূল্যবোধের পক্ষে ভোট দিয়েছে।

এদিকে, জোট নেতা পিটার ডাটন তার দলের পরাজয়ের দায় সম্পূর্ণ নিজের ওপর নিয়েছেন। একইসাথে তার এমপিদের কাছে ক্ষমাও চেয়েছেন।

উল্লেখ্য, গত ২০ বছরেরও বেশি সময়ের মধ্যে টানা দুটি নির্বাচনে জয়ী প্রথম প্রধানমন্ত্রী হলেন আলবেনিজ।

অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন (এবিসি) এর অনুমান অনুসারে, লেবার ৮৬টি আসন, কোয়ালিশন ৩৯টি এবং গ্রিনস পার্টি এক বা দুটি আসন নিয়ে শেষ করার পথে রয়েছে। অন্যান্য ছোট দল এবং স্বতন্ত্ররা ১০টি আসনে এগিয়ে রয়েছে।