অস্টেলিয়া ০৭:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ক্যালিফোর্নিয়া বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০৬:০৫:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
  • ১৪০ Time View

প্রতি বছরের মতো এবারও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ক্যালিফোর্নিয়া শাখার উদ্যোগে এক বিশেষ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। গত ১৬ মার্চ ২০২৫ (রবিবার) North Hollywood RC, Senior Center-এ অনুষ্ঠিত এই মাহফিলে বিপুলসংখ্যক দলীয় নেতা-কর্মী, প্রবাসী বাংলাদেশি কমিউনিটির গণ্যমান্য ব্যক্তি এবং বিশিষ্টজনেরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি জনাব বদরুল আলম চৌধুরী শিপলু। মাহফিলটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক জনাব এম. ওয়াহিদ রহমান। অনুষ্ঠানের বিশেষ দোয়া পরিচালনা করেন সহ-সভাপতি জনাব আফজাল হোসেন শিকদার। এসময় দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, দেশের মানুষের কল্যাণ এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়াও দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুর জন্য দোয়া করা হয়।

বক্তারা বলেন, রমজান আত্মশুদ্ধির মাস। এই পবিত্র মাসে সকল ভেদাভেদ ভুলে দেশে জাতীয় ঐক্য গড়ে তুলে দ্রুত একটি জাতীয় নির্বাচনের আয়োজন করার আহবান জানান। তারা দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে আগত অতিথিরা আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, এ ধরনের আয়োজন প্রবাসীদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করে। অনুষ্ঠান শেষে আগত অতিথিদের জন্য ইফতারের বিশেষ আয়োজন করা হয়।

Tag :
About Author Information

ক্যালিফোর্নিয়া বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Update Time : ০৬:০৫:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫

প্রতি বছরের মতো এবারও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ক্যালিফোর্নিয়া শাখার উদ্যোগে এক বিশেষ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। গত ১৬ মার্চ ২০২৫ (রবিবার) North Hollywood RC, Senior Center-এ অনুষ্ঠিত এই মাহফিলে বিপুলসংখ্যক দলীয় নেতা-কর্মী, প্রবাসী বাংলাদেশি কমিউনিটির গণ্যমান্য ব্যক্তি এবং বিশিষ্টজনেরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি জনাব বদরুল আলম চৌধুরী শিপলু। মাহফিলটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক জনাব এম. ওয়াহিদ রহমান। অনুষ্ঠানের বিশেষ দোয়া পরিচালনা করেন সহ-সভাপতি জনাব আফজাল হোসেন শিকদার। এসময় দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, দেশের মানুষের কল্যাণ এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়াও দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুর জন্য দোয়া করা হয়।

বক্তারা বলেন, রমজান আত্মশুদ্ধির মাস। এই পবিত্র মাসে সকল ভেদাভেদ ভুলে দেশে জাতীয় ঐক্য গড়ে তুলে দ্রুত একটি জাতীয় নির্বাচনের আয়োজন করার আহবান জানান। তারা দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে আগত অতিথিরা আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, এ ধরনের আয়োজন প্রবাসীদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করে। অনুষ্ঠান শেষে আগত অতিথিদের জন্য ইফতারের বিশেষ আয়োজন করা হয়।