অস্টেলিয়া ০৭:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
হামদর্দ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় একাডেমিক ভবন নির্মাণের আনুষ্ঠানিক কাজ শুরু ক্যালিফোর্নিয়া বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন টাঙ্গাইলের এলেঙ্গায় গোপীনাথ মজুমদার স্মৃতি সম্মাননা প্রদান দিয়া আহসান পেলেন বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২৫ যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের প্রথম মুসলিম নারী বিচারক হিসেবে নির্বাচিত হলেন বাংলাদেশী আমেরিকান আজমেরী হক লিন্ডা বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে উচ্চশিক্ষা ও দক্ষতা উন্নয়নে নতুন সহযোগিতার অঙ্গীকার অস্ট্রেলিয়ার ইতিহাসে এক অনন্য মাইলফলক — প্রথমবারের মতো কোনো সংসদ সদস্যের অফিসে উদ্বোধন হলো একটি স্ট্রিট লাইব্রেরি সিডনিতে প্রবাসী সাংবাদিকতায় অবদানে সম্মাননা পেলেন নাইম আবদুল্লাহ অভিমানের খেয়া- উম্মে কুলসুম (ঝুমু) বাংলাদেশ হাইকমিশন, মালদ্বীপ কর্তৃক জাতীয় পরিচয়পত্র নিবন্ধন কার্যক্রম উপলক্ষে মতবিনিময় সভা

উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলো তামিমকে

  • Reporter Name
  • Update Time : ০৪:২৬:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
  • ৪৮৯ Time View

বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে উন্নত চিকিৎসার জন্য সাভার থেকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। যদিও চিকিৎসকরা আগেই জানিয়েছিলেন, তাকে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হবে এবং এ সময়ের মধ্যে স্থানান্তর করা ঝুঁকিপূর্ণ হতে পারে, তবে পরিবারের সিদ্ধান্তে মঙ্গলবার সন্ধ্যায় তাকে ঢাকায় নিয়ে আসা হয়।

সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে সাভারের কেপিজে হাসপাতাল থেকে তামিমকে অ্যাম্বুলেন্সে করে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। রাত ৮টা ৩৭ মিনিটে সেখানে পৌঁছান তিনি। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে অ্যাম্বুলেন্সটি হাসপাতালে প্রবেশ করে।

সাভার থেকে ঢাকায় আনার সময়ই প্রথমবারের মতো তামিমকে জনসম্মুখে দেখা যায়। হুইলচেয়ারে বসানো অবস্থায় তাকে অ্যাম্বুলেন্সে তোলা হয়। এর আগে বিকেলে তাকে দেখতে হাসপাতালে যান মোহামেডানের পরিচালক মাসুদুজ্জামান।

তিনি জানান, ‘তামিমের অবস্থা এখন স্থিতিশীল। তার চিকিৎসা সাভারেও ভালোভাবে হয়েছে। তবে উন্নত চিকিৎসার কথা মাথায় রেখে পরিবার সিদ্ধান্ত নিয়েছে তাকে ঢাকায় নেওয়ার।‘

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর জানিয়েছেন, তামিম এখন অনেকটাই সুস্থ। তিনি স্বাভাবিকভাবে কথা বলছেন ও খাবার গ্রহণ করতে পারছেন। তবে হৃদরোগের ঝুঁকি থাকায় আগামী ৭২ ঘণ্টা তাকে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকতে হবে। চিকিৎসকরা আরও জানিয়েছেন, আগামী তিন মাস সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে তামিমকে। এ সময় তিনি বাসায় থেকেই স্বাভাবিক কাজকর্ম করতে পারবেন, তবে খেলার বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে পরবর্তী পরীক্ষার ভিত্তিতে।

এদিকে, রাত ১০টায় ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার হাসপাতালে তামিমকে দেখার কথা রয়েছে। তামিমের সুস্থতার জন্য শুভাকাঙ্ক্ষীদের দোয়া কামনা করেছে তার পরিবার।

বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সফল এই ওপেনারের দ্রুত সুস্থতা কামনা করছে পুরো দেশ। তার ফেরার অপেক্ষায় ক্রীড়ামোদীরা।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

হামদর্দ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় একাডেমিক ভবন নির্মাণের আনুষ্ঠানিক কাজ শুরু

উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলো তামিমকে

Update Time : ০৪:২৬:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫

বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে উন্নত চিকিৎসার জন্য সাভার থেকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। যদিও চিকিৎসকরা আগেই জানিয়েছিলেন, তাকে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হবে এবং এ সময়ের মধ্যে স্থানান্তর করা ঝুঁকিপূর্ণ হতে পারে, তবে পরিবারের সিদ্ধান্তে মঙ্গলবার সন্ধ্যায় তাকে ঢাকায় নিয়ে আসা হয়।

সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে সাভারের কেপিজে হাসপাতাল থেকে তামিমকে অ্যাম্বুলেন্সে করে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। রাত ৮টা ৩৭ মিনিটে সেখানে পৌঁছান তিনি। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে অ্যাম্বুলেন্সটি হাসপাতালে প্রবেশ করে।

সাভার থেকে ঢাকায় আনার সময়ই প্রথমবারের মতো তামিমকে জনসম্মুখে দেখা যায়। হুইলচেয়ারে বসানো অবস্থায় তাকে অ্যাম্বুলেন্সে তোলা হয়। এর আগে বিকেলে তাকে দেখতে হাসপাতালে যান মোহামেডানের পরিচালক মাসুদুজ্জামান।

তিনি জানান, ‘তামিমের অবস্থা এখন স্থিতিশীল। তার চিকিৎসা সাভারেও ভালোভাবে হয়েছে। তবে উন্নত চিকিৎসার কথা মাথায় রেখে পরিবার সিদ্ধান্ত নিয়েছে তাকে ঢাকায় নেওয়ার।‘

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর জানিয়েছেন, তামিম এখন অনেকটাই সুস্থ। তিনি স্বাভাবিকভাবে কথা বলছেন ও খাবার গ্রহণ করতে পারছেন। তবে হৃদরোগের ঝুঁকি থাকায় আগামী ৭২ ঘণ্টা তাকে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকতে হবে। চিকিৎসকরা আরও জানিয়েছেন, আগামী তিন মাস সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে তামিমকে। এ সময় তিনি বাসায় থেকেই স্বাভাবিক কাজকর্ম করতে পারবেন, তবে খেলার বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে পরবর্তী পরীক্ষার ভিত্তিতে।

এদিকে, রাত ১০টায় ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার হাসপাতালে তামিমকে দেখার কথা রয়েছে। তামিমের সুস্থতার জন্য শুভাকাঙ্ক্ষীদের দোয়া কামনা করেছে তার পরিবার।

বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সফল এই ওপেনারের দ্রুত সুস্থতা কামনা করছে পুরো দেশ। তার ফেরার অপেক্ষায় ক্রীড়ামোদীরা।