অস্টেলিয়া ১১:২৬ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ঝিনাইদহ সীমান্তে ১৯ বাংলাদেশি আটক

  • Reporter Name
  • Update Time : ০৬:২৪:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
  • ৯০ Time View

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে নারী ও শিশুসহ ১৯ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার বেলা ৪টা পর্যন্ত মহেশপুর সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালায় ৫৮ বিজিবি ব্যাটেলিয়ন। সেসময় বেনীপুর বিওপি সদস্যরা অভিযান চালিয়ে নারীসহ তিনজনকে আটক করে। পৃথক অভিযানে বাঘাডাংগা বিওপির সুবেদার আসাদুজ্জামান বিশ্বাসের নেতৃত্বে চার নারী ও ২ শিশুসহ ৮ বাংলাদেশিকে আটক করে। এছাড়া মেদিনীপুর, বাঘাডাঙ্গা ও কুসুমপুর বিওপির থেকে ২ নারী ও ২ শিশুসহ ৭ জনকে আটক করে বিজিবি।

আটককৃত পুরুষদেরকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। এছাড়া সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৯৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। উদ্ধারকৃত মাদক বিজিবির স্টোরে জমা করা হয়েছে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ উদ্দিন মৃধা জানান, আটক পুরুষদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে। আটক নারী ও শিশুদের যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হয়েছে।

Tag :
About Author Information

ঝিনাইদহ সীমান্তে ১৯ বাংলাদেশি আটক

Update Time : ০৬:২৪:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে নারী ও শিশুসহ ১৯ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার বেলা ৪টা পর্যন্ত মহেশপুর সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালায় ৫৮ বিজিবি ব্যাটেলিয়ন। সেসময় বেনীপুর বিওপি সদস্যরা অভিযান চালিয়ে নারীসহ তিনজনকে আটক করে। পৃথক অভিযানে বাঘাডাংগা বিওপির সুবেদার আসাদুজ্জামান বিশ্বাসের নেতৃত্বে চার নারী ও ২ শিশুসহ ৮ বাংলাদেশিকে আটক করে। এছাড়া মেদিনীপুর, বাঘাডাঙ্গা ও কুসুমপুর বিওপির থেকে ২ নারী ও ২ শিশুসহ ৭ জনকে আটক করে বিজিবি।

আটককৃত পুরুষদেরকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। এছাড়া সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৯৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। উদ্ধারকৃত মাদক বিজিবির স্টোরে জমা করা হয়েছে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ উদ্দিন মৃধা জানান, আটক পুরুষদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে। আটক নারী ও শিশুদের যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হয়েছে।