অস্টেলিয়া ০৬:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ২৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সিডনিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

  • Reporter Name
  • Update Time : ০১:৫০:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
  • ৩৮৮ Time View

গত ১১ জানুয়ারী সিডনির ইঙ্গেকবার্নের গ্রেগ পার্সিভাল কমিউনিটি হলে Jahangirnagar University Alamnai Association Australia’র উদ্যোগে সাবেক শিক্ষার্থীরা সমবেত হয়েছিলেন “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিবস ২০২৫” উদযাপন করতে। এ বিষয়ে জানতে চাইলে অংশগ্রহনকারীদের একজন বলেন, ‘দারুন! সবার উচ্ছ্বাস দেখে প্রায় বিশ্বাসই করে ফেলতে ইচ্ছে করছিল যে, এক লিটার সময়ের ভেতরে একমুঠো আড্ডা আর এক চিমটি স্মৃতিচারন মিশিয়ে নিলেই টাইম ট্র্যাভেল সম্ভব!

নাহ্! কোন ব্যানার ছিল না। পুরো ব্যাপারটিতেই ছিল একটি সার্বজনীন আবহ।‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিবস ২০২৫’ লেখা দুটি ইয়া জাম্বো সাইজের কেকের পেছনে ছিল কেবল ৬ থেকে ৪৭ আবর্তনের একদল স্বতস্ফূর্ত তরুন তরুণী। যুক্ত হওয়ার জন্য সকল এলামনাইদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন JUAAAu’r সংগঠকেরা।

Tag :
About Author Information

সিডনিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

Update Time : ০১:৫০:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫

গত ১১ জানুয়ারী সিডনির ইঙ্গেকবার্নের গ্রেগ পার্সিভাল কমিউনিটি হলে Jahangirnagar University Alamnai Association Australia’র উদ্যোগে সাবেক শিক্ষার্থীরা সমবেত হয়েছিলেন “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিবস ২০২৫” উদযাপন করতে। এ বিষয়ে জানতে চাইলে অংশগ্রহনকারীদের একজন বলেন, ‘দারুন! সবার উচ্ছ্বাস দেখে প্রায় বিশ্বাসই করে ফেলতে ইচ্ছে করছিল যে, এক লিটার সময়ের ভেতরে একমুঠো আড্ডা আর এক চিমটি স্মৃতিচারন মিশিয়ে নিলেই টাইম ট্র্যাভেল সম্ভব!

নাহ্! কোন ব্যানার ছিল না। পুরো ব্যাপারটিতেই ছিল একটি সার্বজনীন আবহ।‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিবস ২০২৫’ লেখা দুটি ইয়া জাম্বো সাইজের কেকের পেছনে ছিল কেবল ৬ থেকে ৪৭ আবর্তনের একদল স্বতস্ফূর্ত তরুন তরুণী। যুক্ত হওয়ার জন্য সকল এলামনাইদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন JUAAAu’r সংগঠকেরা।