অস্টেলিয়া ০৩:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ২৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা ট্রেড সেন্টারে জলের গানের কনসার্ট

  • Reporter Name
  • Update Time : ০৩:৫৭:৪৪ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪
  • ৪৭০ Time View

আগামী ২২ নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্যান্ড জলের গানের একক কনসার্ট ‘মনের আনন্দে জলের গান’। কারওয়ান বাজারে ঢাকা ট্রেড সেন্টারের ১৬ তলায় অ্যাটেনশন নেটওয়ার্কে সন্ধ্যা ৬ টায় শুরু হবে এই আয়োজন। টানা ২ ঘণ্টা গাইবেন জলের গানের শিল্পীরা।
আয়োজক প্রতিষ্ঠান নূর ইভেন্টসের কর্ণধার সুমী নূর জানান, ‘আমরা এই শহরে গান ও কবিতার নানা নিয়মিত আয়োজনের মাধ্যমে সবার মনের ক্ষুধা মেটাতে চাই। মনের আনন্দে জলেন গান সেই প্রয়াসের একটি অংশ।’
জলের গানের পক্ষে কনক আদিত্য বলেন, ‘একটানা ২ ঘণ্টা গান গাইবো, আনন্দ করবো সবাই মিলে। এটাই মূল কথা। সবার আমন্ত্রণ রইলো।’

টিকেট পাওয়া যাচ্ছে গেট সেট রক ডট কমে। টিকেট মূল্য ৮০০ টাকা। ছাত্রদের জন্য ৫০০ টাকা।

Tag :
About Author Information

ঢাকা ট্রেড সেন্টারে জলের গানের কনসার্ট

Update Time : ০৩:৫৭:৪৪ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪

আগামী ২২ নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্যান্ড জলের গানের একক কনসার্ট ‘মনের আনন্দে জলের গান’। কারওয়ান বাজারে ঢাকা ট্রেড সেন্টারের ১৬ তলায় অ্যাটেনশন নেটওয়ার্কে সন্ধ্যা ৬ টায় শুরু হবে এই আয়োজন। টানা ২ ঘণ্টা গাইবেন জলের গানের শিল্পীরা।
আয়োজক প্রতিষ্ঠান নূর ইভেন্টসের কর্ণধার সুমী নূর জানান, ‘আমরা এই শহরে গান ও কবিতার নানা নিয়মিত আয়োজনের মাধ্যমে সবার মনের ক্ষুধা মেটাতে চাই। মনের আনন্দে জলেন গান সেই প্রয়াসের একটি অংশ।’
জলের গানের পক্ষে কনক আদিত্য বলেন, ‘একটানা ২ ঘণ্টা গান গাইবো, আনন্দ করবো সবাই মিলে। এটাই মূল কথা। সবার আমন্ত্রণ রইলো।’

টিকেট পাওয়া যাচ্ছে গেট সেট রক ডট কমে। টিকেট মূল্য ৮০০ টাকা। ছাত্রদের জন্য ৫০০ টাকা।